May 21, 2022

ভোলায় দেখা দিয়েছে ‘ইয়াস’ এর প্রভাব, প্লাবিত এক ইউনিয়ন

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে ভোলার নদ-নদীগুলো। মাঝে মধ্যে ঝড়ো বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। তীরে ফিরতে শুরু করেছে মাছ ধ’রার নৌকা ও ট্রলার।

এদিকে ইয়াসের প্রভাবে প্লাবিত হয়েছে ভোলার ঢালচর ইউনিয়ন। মঙ্গলবার (২৫ মে) সকালে এ তথ্য পাওয়া যায়।

এদিকে ঘূর্ণিঝড় ’ইয়াস’ থেকে উপকূলের বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং করছে সিপিপির স্বেচ্ছাসেবীরা। সোমবার (২৪ মে) দুপুর থেকে ভোলা সদরসহ বিভিন্ন উপজে’লার উপকূলীয় অঞ্চলে এ প্রচারণা চালায় তারা।

ভোলা জে’লা প্রাশাসক অফিস সূত্র জানায়, ভোলা উপকূলের ৩ লাখ ১৮ হাজার বাসিন্দাকে সরিয়ে আনার প্রস্তুতি নিয়েছে জে’লা প্রশাসন।

জে’লার ৭ উপজে’লার প্রায় ৪০টি দ্বীপচরকে ঝুঁ’কিপূর্ণ চিহ্নিত করে তাদের আশ্রয় কেন্দ্রে আনার এ প্রস্তুতি নেওয়া হয়ছে বলে জানিয়েছেন ভোলা জে’লা প্রশাসক মোহাম্ম’দ তৌফিক-ই-লাহী চৌধুরী।

তিনি বলেন, ঝড় মোকাবিলায় জে’লার ৭০৯টি আশ্রয় কেন্দ্রকে প্রস্তুত রাখা হয়েছে। গঠন করা হয়েছে ৭৬টি মেডিক্যাল টিম। অন্যদিকে সিপিপি’র ১৩ হাজার স্বেচ্ছাসেবী ছাড়াও রেডক্রিসেন্ট এবং স্কাউটস কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।

জে’লা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে ৮টি কন্ট্রোল রুম। ঘূর্ণিঝড়ে যাতে উপক‚লীয় জে’লা ভোলাতে ক্ষয়ক্ষতি কম হয় সে লক্ষে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.