জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে।
নতুন খবর হচ্ছে, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম কারখানা মালিকদের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আপনারা চাঁদাবিহীন ব্যবসা-বাণিজ্য করছেন। অথচ কেউ কেউ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও হেয় করছেন। তিনি হুশিয়ারী দিয়ে বলেন, ‘মিথ্যা মামলা পরিণাম কখনো ভালো হয় না। তাই সাবধান হয়ে যান’।
আজ বুধবার বিকেলে নগরীর কাশিমপুর চক্রবর্তী এলাকায় ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়েরের প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভায় এসব কথা বলেন মেয়র।