চারিদিকে এখন ঝড় বৃষ্টি, ঘুর্ণিঝড়ের তাণ্ডব চলছে। সমুদ্রের পানি এখন উত্তাল , বড় বড় ঢেউ আছরে পরছে উপকূলে।
সমুদ্রের পানির উচ্চতা এতটাই বেড়ে গেছে যে নৌকা চালানো অসাধ্যের কাজ হয়ে দাড়িয়েছে । এর মধ্য জেলেরা মাছ ধরতে দিয়ে পরছে বিপাকে !
গভীর সমুদ্রের ঢেউ এ বিপদের মুখে পরছে মাছ ধরা নৌকাগুলো । এমন একটি ভিডিওটি নেটদুনিয়ায় দেখা যাচ্ছিলো যে ভয়ে আপনার লোম খাঁড়া দিবে !
এই বুঝি গেল । প্রাণ ঝুকি নিয়ে মাঝ সমুদ্রে যেতেই বিশাল ঢেউ আছরে পরে । ভিডিওটি দেখে মনে হচ্ছে এখনই হয়ত ডুবে যেতে পারে নৌকাটি ।
নিজের প্রান সংশয় নিয়ে ,পর্যাপ্ত প্রশিক্ষন না থাকায় যে কোনো সময় বড় দুর্ঘটনার শিকার হতে পারে এই অসহায় জেলেরা ।