কৈ মাছ কার না ভালো লাগে? দেখতে এমন সুন্দর ,খেতেও তেমন সুস্বাদু । কৈ মাছ খেতে মোটামুটি সবাই পছন্দ করে।
কিন্তু আপনি জানেন কি বৃষ্টি হলেই কৈ মাছ লাফিয়ে লাফিয়ে মাটিতে ওঠে আসে ? এই দৃশ্যটি বেশিরভাগ চোখে পরে গ্রাম গঞ্জে
বৃষ্টি হলেই কাছে থাকা পুকুর বা খাল থেকে লাফিয়ে লাফিয়ে ওঠে আসে অনেক কৈ মাছ ।
সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় । ঝিরঝির বৃষ্টিতে কেমন লাফিয়ে লাফিয়ে উপরে ওঠে আসছে কৈ মাছ !
সেই কৈ মাছ ওঠিয়ে নিচ্ছে এক যুবতি।দারুন কৌশলে সংগ্রহ করছে কৈ মাছগুলোকে । আপনি যদি কৈ মাছ প্রেমি হন তাহলে ভিডিওটি দেখুন ,ভিডিওটি দেখার সাথে সাথে আপনি শিখতে পারবেন কি করে কৈ মাছ ধরতে হয় । কেননা কৈ মাছ সব মাছ থেকে একটু অন্য রকম এবং কৈ মাছ এর পুরো শরীর কাঁটা যুক্ত ।