May 20, 2022

আবারো বিয়ের পিঁড়িতে বসছেন সানি

সাদা ওয়েডিং গাউনে অসাধারণ লাগছে বলিউড অভিনেত্রী সানি লিওনকে। তবে এই ছবি দেখে অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে তবে কী আবারো বিয়ের পিঁড়িতে বসছেন সানি!

এমন প্রশ্ন উঠার আর একটা কারণ হচ্ছে সানির ছবির ক্যাপশন। ক্যাপশনে সানি লিখেছেন, ম্যারি মি। সানির এই ক্যাপশন দেখেই চোখ কপালে উঠেছে অনুরাগীদের।

তবে অনেকে আবার মনে করছেন রিয়্যালিটি শো স্প্লিটস ভিলার শুটের জন্যই সানি সাদা পোশাকে ক্যামেরার সামনে এসেছেন। কারণ এই শোয়ের শুটিংয়ের জন্য কেরালায় গিয়েছিলেন সানি লিওন।

সেখানে গিয়ে কখনো স্থানীয় নারীদের মতো শাড়ি পরে, কখনো আবার অন্য লুকে ফটোশুট করেন সানি।

তবে সানির এমন ক্যাপশন নিয়ে এখনো দ্বিধায় রয়েছেন সানি অনুরাগীরা। এই বিষয়ে এখনো সাসপেন্স ধরে রেখেছেন এই বলিউড অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published.