রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ধা’ওয়াপাল্টা ধা’ওয়ার ঘটনা ঘটেছে। এ-সময় বেশ কয়েকটি গাড়ি ভাং’চুর করে সংগঠনটির নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আ’টক করেছে। ময়মনসিংহে ছাত্রদলের বিভাগীয় আলোচনা সভাকে কেন্দ্র করে পুলিশের অতর্কিত হা’মলার প্র’তিবাদে বৃহস্পতিবার (১৭ জুন) বিকালে নয়াপল্টনে তাৎক্ষণিক প্র’তিবাদ মিছিল বের করলে এ ঘটনা ঘটে।




প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ছাত্রদলের মিছিলে পুলিশ বা’ধা দিলে ছাত্রদলের নেতাকর্মীরা কিছুক্ষণ রাস্তায় থেকে পুলিশের ও’পর ইট-পা’টকেল নি’ক্ষেপ করে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এবং আশপাশের গলিতে অবস্থান নেয়। পরে তারা সংগঠিত হয়ে আবার হাতে লা’ঠি নিয়ে কার্যালয়ের সামনে মিছিল বের করে। তখন পুলিশ আর বা’ধা দেয়নি। তবে এ সময় পুলিশের ও’পর ইট-পা’টকেল নি’ক্ষেপ করলে তারা কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে ১০ নেতাকর্মীকে গ্রে’ফতার করেছে বলে অ’ভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।




পল্টন থানার ওসি আবু বক্কর সিদ্দিকী বলেন, হঠাৎ করে ছাত্রদলের কর্মীরা পল্টন এলাকায় রাস্তায় নেমে ভাং’চুর শুরু করে। তারা অতর্কিতভাবে পুলিশ বক্সে হা’মলা এবং গাড়িতে ভাং’চুর করে। এ ছাড়া তারা রাস্তায় বি’ক্ষো’ভ মিছিল করেছে। পরে পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদলের কর্মীদের রাস্তা থেকে উঠিয়ে দেয়। পুলিশ রাস্তায় নামার পর তারা নিজেরাই সরে গিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজনকে আ’টক করা হয়েছে। যাচাই-বাছাই করে জ’ড়িতদের বি’রুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার নি’ন্দা জানিয়ে এক বিবৃতিতে বিএনপি মহাস’চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স’রকার কর্তৃত্ববা’দী শাসন কায়েম করে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। ভিন্ন মত ও পথের রাজনীতি, স’রকারবি’রোধী আন্দোলন তো বটেই, শহিদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানও স’রকার নিষ্ঠুর কায়দায় দ’মন করছে।




তিনি বলেন, বৃহস্পতিবার সকালে শহিদ প্রে’সিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের আয়োজনে ময়মনসিংহের শম্ভুগঞ্জে ছাত্রদল কেন্দ্রীয় সং’সদের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আলোচনা সভায় পুলিশ নির্বিচারে লা’ঠিচার্জ, গু’লি ও টিয়ারশেল নি’ক্ষেপ করে। পুলিশের হা’মলায় ছাত্রদল কেন্দ্রীয় নেতাকর্মীসহ ১০ জন নেতাকর্মী গু’লিবিদ্ধ হন, গ্রে’ফতার করা হয় অনেক নেতাকর্মীকে এবং শতাধিক নেতাকর্মী আ’হত হন।




এরই প্র’তিবাদে বিকালে ঢাকায় নয়াপল্টনে জাতীয়তাবা’দী ছাত্রদলের প্র’তিবাদ মিছিল অনুষ্ঠিত হলে পুলিশ মিছিলের পেছন দিক থেকে ন্যক্কারজনকভাবে বে’ধড়ক লা’ঠিচার্জ ও গ্রে’ফতার করে। পুলিশ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় অ’বরুদ্ধ করে রাখে। কার্যালয়ে প্রবেশ বা বের হওয়ার সময় পুলিশ এ পর্যন্ত ১০ জনকে গ্রে’ফতার করেছে।
বিবৃতিতে তিনি এই ঘটনাকে বর্বোরচিত হা’মলা উল্লেখ করে তীব্র প্র’তিবাদ জানিয়ে বলেন, বিগত ১২ বছর যাবৎ নিষ্ঠুর কায়দায় দ’মন, নি’পীড়ন চা’লিয়ে স’রকার বিএনপিকে ধ্বং’স করতে চেয়েছে, কিন্তু পারে নাই।




হা’মলা-প্রতিবন্ধকতা চা’লিয়ে কোনো স’রকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না, বিনাভোটের এই কর্তৃত্ববা’দী শাসকও পারবে না। তিনি ময়মনসিংহ ও ঢাকায় গ্রে’ফতারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং হ’য়রানি বন্ধ করার দাবি জানান।