রাস্তায় গাড়ি থামিয়ে কোনো ধরনের চাঁদা বা টোল আদায় করা যাবে না। নির্ধারিত স্থানেই টোল নিতে হবে।




সারা দেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (২০ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সড়ক পরিবহন টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এ সময় মন্ত্রী বলেন, সারা দেশে যন্ত্রচালিত রিকশা-ভ্যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া রাস্তায় গাড়ি থামিয়ে কোনো ধরনের চাঁদা বা টোল আদায় করা যাবে না। নির্ধারিত স্থানেই টোল নিতে হবে।




মন্ত্রী আরও বলেন, পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দেওয়ার বিষয়ে মালিক শ্রমিক বসে সিদ্ধান্ত নেবে। সড়ক দুর্ঘটনা রোধে নগরী বা হাইওয়েতে কী ধরনের ও কত সংখ্যক মোটরযান চলবে সে ব্যাপারে বিশেষজ্ঞরা প্রতিবেদন দেবে। সেটি অনুসরণ করা হবে।




এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রোহিঙ্গারা যাতে পাসপোর্ট এনআইডি না করতে পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।