চলছে কোপা আমেরিকার আসর। আর এই আসরে সর্বাধিক ১৫টি শিরোপা জিতেছে উরুগুয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ব্রাজিল জিতেছে সেখানে ৯টি।




তাই আর্জেন্টিনা কোপা আমেরিকা বেশি জিতেছে বলে আর্জেন্টিনাকে সেরা দল দাবী করেন তাদের ভক্তরা। কিন্তু এত সব শিরোপা আর্জেন্টিনা জিতেছে ফাকা মাঠে গোল করার মতই। এমনটাই দাবী মাছরাঙ্গা টিভির এই সাংবাদিকের।




এছাড়া ব্রাজিল ২০১৪ সালে জার্মানীর কাছে ৭-১ গোলে হেরেছিল এবং সেই হার নিয়ে ব্রাজিলিয়ানদের খোঁচা মারতে ভুল করেনা আর্জেন্টাইন ভক্তরা। এটারও সমালোচনা করেছেন তিনি।
কোপা আমেরিকায় আজকে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা এবং ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় স্কালোনির দলটি।…




এবারের কোপা আমেরিকায় গোল পেয়েছেন লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র উভয়েই। তবে তাদের এই দুজনের দুটি…