সারাদেশ: বগুড়ার কাহালুতে এক হিন্দু যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করেছেন। তিনি এফিডেফিটের মাধ্যমে ইসলাম গ্রহনের এই ঘোষণা দিয়েছেন।




নিজের নাম রেখেছেন রাইহান ইসলাম (৩৫)। নও মু’সলিম রাইহানের পুর্ব নাম ছিলো সুজন চন্দ্র রায়। বাড়ি কাহালু উপজে’লার পাল পাড়ায়।




কাহালু উপজে’লা সদরের অপরুপা ফটো স্টুডিও মালিক নও মু’সলিম রাইহান খুবই পরিচিত মুখ। তিনি জেনে বুঝেই ধর্মান্তরিত হয়েছেন বলে জানান।