মমতাময়ী মায়ের বুদ্ধিমতা ও প্রা’নপণ চেষ্টায় বেঁ’চে গেছে মাত্র ২৩ দিনের কোলের শি’শু হাফসা। শি’শুটি এখন বি’পদ’মুক্ত ও কিছুটা সুস্থ আছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে হাফসা’র প্র’চন্ড স্বা’সক’ষ্ট শু’রুর এক পর্যায়ে শি’শুটি অ’চেতন ও নি’থর হয়ে পড়ে।





বি’পদ আঁচ করতে পেরে মমতাময়ী মা শি’শুটির মুখে মুখ দিয়ে অনবরত ফু দিয়ে বাতাস দিতে থাকে, যেন কৃত্রিম স্বাস প্রশ্বা’সে শি’শুটি অক্সিজেনের ঘা’টতি না পড়ে।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া পাড়া থেকে রিক্সায় করে মেডিকেল কলেজ হাস’পাতা’লে যাওয়ার পুরো পথে মা শি’শুটির মুখে বিরামহীনভাবে ফু দিয়ে বাতাস দিতে থাকে।





পরে শি’শুটিকে জরু’রীভিত্তিতে হাসপাতা’লের শি’শু ওয়ার্ডে ভর্তি করে অক্সি’জেন দেয়াসহ দ্রুত চিকৎসা’সেবা দেন কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা। এরপর ২৩ দিন বয়সী হাফসা চি’ৎকার দিয়ে কেঁ’দে উঠে জানান দেয় সে বেঁ’চে আছে। এতে স্বস্থির নি:শ্বা’স ফেলে প্রায় এক ঘন্টা ধরে লড়াই করে যাওয়া মা রেশমা ও বাবা সজল।





মহান সৃস্টিক’র্তা শি’শুটিকে সুস্থ ও ভালো রাখু’ন এই প্রার্থনা করি। আর মমতাময়ী এই লড়াকু মায়ের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা।