কোভিড-১৯ সংক্র’;মণ বেড়ে যাওয়ায় সারাদেশে লকডাউনে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন করা যাবে না বলে নাগরিকদের প্রতি বিশেষ অনুরো;ধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পু;লি;শ (ডিএমপি)।





সোমবার (২৮ জুন) ডিএমপি নাগরিকদের প্রতি এই অনুরোধ জানিয়েছে। লকডাউনের মধ্যেও মোটরসাইকেল চলছিল সড়কে। ভাড়ায় চালিত মোটরসাইকেলেও যাতায়াত করছিল লোকজন।
নির্দেশনায় বলা হয়েছে, মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন করা যাবে না। ডিএমপির নির্দেশনায় আরও বলা হয়েছে, লকডাউনের মধ্যে মোটরসাইকেলে চালকের সঙ্গে পরিচিত ব্যক্তি রাইড শেয়ার করছে।





অথবা কেউ কেউ পেশাগত কারণেও রাইড শেয়ার করছে। যার ফলে একই ব্যবহৃত হেলমেট বারবার বিভিন্ন মানুষজন ব্যবহার করছে। এতে ক;রো;না ভা;ইরা;সের সংক্র;নে;র ঝুঁ;কি বাড়ছে।
এমতাবস্থায় ক;রো;না ভা;ইরাসের দ্বিতীয় ঢেউয়র এই ঊর্ধ্বমুখী সং;ক্র;মণের সময়ে বর্তমান পরিস্থিতি বিবেচনায় অতীব জরুরী প্রয়োজনে রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পু;লি;শ চালক ব্যতীত অন্য আরোহী নিয়ে মোটরসাইকেলে চলাচলে নিরুৎসাহিত করছে।





স্বাস্থ্যবিধি মেনে রিকশায় যাতায়াতের জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, ক;রো;না ভাই;রাসের বি;স্তার রোধে ২৮ জুন থেকে ১ জুলাই ভোর ৬টা পর্যন্ত সীমিত পরিসরে ল;কডাউন ঘো;ষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।





রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সং;ক্রা;ন্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন।