করোনার উচ্চ সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের ২য় দিনে (শুক্রবার) লক্ষ্মীপুর এখন অনেকটাই ফাঁকা। জেলার প্রধান প্রধান সড়কে চেকপোষ্ট বসিয়েছে পুলিশ ও সেনাবাহিনী।





জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও সেনাবাহিনী ও পুলিশি তৎপরতা দেখা গেছে। শহরের প্রধান প্রধান মার্কেটের দোকান বন্ধ ছিল। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকেও বের হতে নিষেধ করা হচ্ছে।





তবে, কিছু ব্যক্তিকে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া চলাফেরা করতে দেখা গেছে। জরুরি পরিষেবায় নিয়োজিত কিছু যানবাহন ও দোকান ছাড়া সরকারি বেসরকারি অফিস-আদালত, বিপণি বিতান এবং গণপরিবহন বন্ধ রয়েছে।





সিভিল সার্জন ডা.আব্দুল গফফার জানিয়েছেন, ‘গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২৮ জনে দাঁড়িয়েছে। এছাড়াও এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩,৩০৭ জনে পৌঁছেছে। এ পর্যন্ত মোট মারা গেছেন ৫৪ জন, সুস্থ হয়েছেন ৩০২২ জন।