May 21, 2022

বৃহস্পতিবার থেকে খোলা শপিংমল, চলবে গণপরিবহনও!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলমান কঠোর লকডাউন কিছুটা শিথিল করা হচ্ছে। এর অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে স্বাস্থ্যবিধি খোলা থাকতে পারে দোকান-পাট ও শপিংমল। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে গণপরিবহনও। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে ৮ দিনের জন্য শিথিল করা হতে পারে চলমান কঠোর বিধিনিষেধ বা লকডাউন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলার অনুমতি দেওয়া হতে পারে। তবে এক আসন ফাঁকা রেখে যাত্রী নিতে হবে সব গণপরিবহনে।

অন্যদিকে, একই সময়ের জন্য খুলে দেওয়া হবে দোকান-পাট ও শপিংমল। এ সময়ে সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকবে। তবে বন্ধ থাকবে বেসরকারি অফিস। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে এ সংক্রান্ত যাবতীয় বিষয়াদিও খুলে দেওয়া হতে পারে।

উল্লেখ্য, দেশের করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে নিতে গত ১ জুলাই থেকে প্রথমে ৭ দিনের জন্য কঠোর লকডাউন আরোপ করে সরকার।

তবে প্রথম দফার লকডাউন শেষ হওয়ার আগেই তা বাড়িয়ে আগামী ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে।

এর মধ্যেই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা উপস্থিত হওয়ায় পরিস্থিতির কারণে খানিকটা শিথিল করতে যাচ্ছে সরকার।

Leave a Reply

Your email address will not be published.