May 20, 2022

চলে গেলেন নাট্যজন কায়েস চৌধুরী

নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কায়েস চৌধুরী আর নেই। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাসভবনে মৃত্যু হয় এই নাট্যজনের (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এনটিভি অনলাইনকে কায়েস চৌধুরীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, ‘কায়েস চৌধুরী কিডনি জটিলতায় ভোগছিলেন। আজ তিনি ডায়ালাইসিস করাতে ইবনে সিনা হাসপাতালে যান। সেখান থেকে বাসায় ফেরার পর পরই তিনি মারা যান।’

দীর্ঘদিন ধরেই একজন নির্মাতা ও অভিনেতা হিসেবে কাজ করছেন কায়েস চৌধুরী। একজন নাট্যকার হিসেবেও তিনি উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় নাটক।

Leave a Reply

Your email address will not be published.